মন চুরি করে
সুদূরপানে
নিয়ে যায়
অতীব গোপনে।

কে সে কে সে
বুঝি চিনি তারে
কিংবা অচেনা
শুধু ডাকে বারে বারে।

মন উদাস
সারাবেলা
বুঝি দেয় দেখা
তবু অবহেলা।

মন চুরি করে
মনের বনে
দেয় দোলা
ক্ষণে ক্ষণে।

সে ধরা দেয়
দেয় না
উদাস মন যে
আর মানে না।

মন চোর
করে গোপন
নিজেরে সারাক্ষণ
মন তাই উচাটন।
২৫.০৪.২০১৫