কে ভালোবাসবে বলো
কে আর আছে
পৃথিবী জুড়ে নতজানু সবে
টাকার কাছে।
ঘর সংসার কিম্বা উদাসী
রেহাই নাই কোনো
যেখানে যাবে যেথায় পালাবে
মুক্তি নাই যেন
জড়িয়ে ধরবেই তোমায়
ভেব না টাকাকে যেন তেন।
পৃথিবীর এই মায়াজালে
শুধু ভালোবাসার আকাল
আজি টাকার রাজত্বে হায়
টাকাতেই বাজে সুর তাল।
জীবন যৌবন হয় অন্ধকার
কেউ কারো নয় শুধু অভিনয়
টাকাকেই ভালোবাসি সবে
টাকার ই জয় মনুষ্যত্বের পরাজয়।
১৯.১০.২০১৬