কে আছে বন্ধু মোর হাত বাড়াবে
কে আছে সঙ্গী মোর সমব্যথী হবে
কে আছে আত্নভোলা সঙ্গে পথ চলবে
কে আছে আপনজন বিরহে সান্ত্বনা দেবে।

কে আছে মোর এই সবুজ বাগিচায়
কে আছে বলো বন্ধু হবে নির্দ্ধিধায়
কে আছে মোর বুকের আঙ্গিনায়
কে আছে বলো গড়বে মোর হৃদয়।

কে আছে হাতে হাত রেখে পথ চলবে
কে আছে নীল নীলিমার নিচে স্বপ্ন বুনবে
কে আছে দূর গগণে উড়ে চলা বিহঙ্গ দেখবে
কে আছে দরাজ দিল্ এসো মোর বন্ধু হবে।

কে আছে মোর অনুভূতিতে মিশবে অবলীলায়
কে আছে ধরায় মেনে নেবে জয়-পরাজয়
কে আছে ওগো আপন হবে ভাঙ্গা-গড়ায়
কে আছে বন্ধু মোর গড়বে উদাসীর হৃদয়।
জানু-সেপ্টে,২০১২