একদিন স্বপ্নেরা এসে বলে চলো হারাই
ঐ সুদূরে অচেনায়
যেখানে বিহঙ্গেরা দল বেঁধে
আপনমনে নিমিষে হারায়।

স্বপ্নেরা পাখা মেলতে চায়
রোজ সুদূরে হারাতে চায়
নীলিমার নীলে অচেনা অচেনায়
স্বপ্নেরা শুধু উড়তে-ই চায়।

মেঘের মতো ধোঁয়া ধোঁয়া স্বপ্নেরা
আমাকে হাতছানি দিতে চায়
বলে,এসো গড়ো স্বপ্ন বাসর
জীবনটা যে আদ্যেপান্ত স্বপ্নময়।

স্বপ্নেরা একদিন ছুঁয়েই ফেলে মোরে
হরেক স্বপ্ন বুকে দোলা দেয়
জয়-পরাজয়,নীলিমা,সাদা মেঘ
সবকিছু স্বপ্নমাখা সুখের কিম্বা জ্বালাময়।
মার্চ,২০১২