বসে আছি প্রতীক্ষায়
কবে তুমি ডাকবে আমায়
তোমার ইশারা পাওয়ার জন্যে
যুগ যুগ প্রতীক্ষা জনারণ্যে
কখনো কি মনে করো না
তব তরে কাঁদি জানো না।
ওগো ফিরে দেখ মোরে এবার
তব তরে কেঁদে আমি জেরবার
এই আমার বুকের ভীতর
শুধু হাসফাস আর চিৎকার
কবে তুমি ডাকবে আমায়
বসে আছি নীরব দ্বিধায়।
ওগো কবে তোমার দৃষ্টি পড়বে
আমার ভুবনে এসে দাঁড়াবে
মুছিয়ে দেবে যাতনা মোর
দূর হবে আঁধার ঘনঘোর
কবে তুমি ডাকবে আমায়
বসে আছি তব প্রতীক্ষায়।
সেপ্টেম্বর,২০১২