কুয়াশার চাদর সরিয়ে দেবে
সূর্য এসে এখানে উঁকি দেবে
জাগতিক সব আলোকিত হবে
আমার এ বুকে কে আলো ছড়াবে!
রোদের ঝলকানিতে কুয়াশা হারাবে
সবকিছু আবার প্রাণ খুঁজে পাবে
সুখের পরশ সবাইকে দোলা দেবে
আমার এ বুকে কে সুখ ছড়িয়ে দেবে!
কুয়াশা কেটেই যায় থাকে না আর
দূর হয়ে যায় সবার জীবন আঁধার
কান্না থাকে না ঘুরে ফিরে বারবার
এ বুকের কান্না কে মোছাবে আর!
কুয়াশা কেটে গেলেই সুখের পালা
বিষাদের পথ ভুলে সবার পথ চলা
দুঃখ মুছে হাসিমুখে শত কথা বলা
কিন্তু কে মোছাবে এ ব্যথার জ্বালা!
৯|০২|২২