চুরি হয়ে যাচ্ছে সময়,বাড়ছে আধুনিকতা
আধুনিকতা নাকি ফের আদিমতা,বাড়ছে নগ্নতা
খুলছে রোজ বিশ্বের দুয়ার,বাড়ছে মায়াহীনতা
দিকে দিকে হানাহানি,দেখি রোজ বিবেকহীনতা।

রোজ খুন মানুষের হাতে মানুষ,বিভৎস্য
বিশ্বজুড়ে গ্রহণ-আগ্রাসী মনোভাব-অস্ত্রের প্রদর্শন
হানাদার চোখ দেখছে আলো-ক্ষমতার লোভ
সবকিছু গ্রাস করতে-করছে যুদ্ধের আয়োজন।

আধুনিকতার ডিজিটাল যুগে বাড়ছে বর্বরতা
মানুষ বেহুস-বিরোধী মতবাদের শুধুই অমর্যাদা
মিলেমিশে বসবাস কেড়ে নিয়েছে স্বার্থপরতা
লোভী-কূপমন্ডুক দিকে দিকে-উঠেছে চোখের পর্দা।

বিশ্বব্যাপী আজ আধুনিকতার নামে সন্ত্রাসবাদ
প্রকাশ্যে ক্ষমতার প্রদর্শন-সাম্রাজ্য দখলের আয়োজন
নগ্নতা ছড়িয়ে হারামিরা মিডিয়ার দোলাচলে রোজ
নিরীহ মানুষ খুনের নিমিত্তে করছে যুদ্ধ উন্মোচন।
০৬.০৯.২০১৩