চলছে প্রতিযোগিতা ধ্বংসের খেলা
রোজ মরছে মানুষ নাই মানবতা,
ফিলিস্তিন কিম্বা ইরাকের বুকে
ভূলুন্ঠিত হচ্ছে ধূসর সভ্যতা।
ঐ আফগানিস্তান জ্বলছে সতত
মরছে কত মানুষ চেয়ে দেখ ভাই,
দেখ বইছে ধরায় কত যে রক্ত
এই রুধির ধারার কোনো মূল্য নাই ?
কত সেমিনার দেখি অহরহ হায়
শীতাতপ কক্ষে বসে আরামে-আয়েশে,
মানবতার লহরী বাজায় যে তারা
অমানবিকতা আছে তাদের ই পাশে।
নাই সহমর্মিতা নাই ভালোবাসা
কেঁড়ে খাওয়ার নীতি চলছে ধরায়,
খুন করে খুনি করে জয় উৎসব
মুখোশের আড়ালেতে মুখ ডেকে হায়।
কতকাল কতকাল চলবে এভাবে
জেগে ওঠো জেরবার ধরো সঙ্গিন
যুদ্ধবাজের দিকে তাক করো সবে
আমরাও খুনি হব আনতে সুদিন।