কি ভুলে পথ চলো ভাই
আল্লাহ্ ছাড়া উপায় নাই
আল্লাহ্ নাম জপে মানবকূল
পেয়েছে একূল ওকূল দুকূল।

যারা ছিলেন পয়গম্বর
তারাও ডেকেছেন বাবেবার
আদি পিতা আদম (আ)
ডেকেছেন দমে দম।

বিবি হাওয়া(আ) হয়ে আকুল
ঝরায়েছেন অবিরত আঁখিজল
ডেকে ডেকে আল্লাহ্ নাম
মুক্তি পেয়েছেন ধরাধাম।

ইব্রাহিম খলিলুল্লাহ্ পরে অগ্নিতে
আল্লাহ্ নাম রেখেছেন কলবেতে
অগ্নি হয়ে গেল কাননের ফুল
আল্লাহ্ নামে হও আকূল।

মাছের পেটেতে ইউনুস (আ) যায়
আল্লাহ্ নাম ডেকে মুক্তি পায়
মুসা(আ) নীল নদ পার হয় রে
ফেরাউন দলবল নিয়ে মরে রে।

আল্লাহ্ নাম ছিল মুসার কলবেতে
আল্লাহ্ র ইশারায় পথ হয় নদীতে
তুমি আছ কোন ভুলে হায়
দিবস-রজনী যে বয়ে যায়।

নবীজী মুহাম্মদ(সঃ) জীবন জুড়িয়া
উম্মতের তরে গেছেন কাঁদিয়া
আল্লাহ্ কে ডেকে সবাই হয়েছেন পার
ওরে ভাই তুমিও তারে ডাকো বারবার।
২৭.০২.২০০৫