এলো ফিরে রমজান
হতে চাই সংশোধন
পাপ গুলো মুছে যাক
করি এই নিবেদন।

ইবাদাতে মসগুল থেকে
দিবা রাত্রি সারাক্ষণ
মুক্তি পেতে চাই আমি
এই চাওয়া অনুক্ষণ।

ভুল গুলো মুছে ফেলে
শুধু শুদ্ধ পথে চলে
এই জীবন গড়ে তুলে
সুখি হবো পলে পলে।

এই রমজা‌নে এই চাওয়া
সুন্দর জীবন সারাক্ষণ
পাপ মুক্ত সঠিক পথ
খুঁজে পাক সকল প্রাণ।
১১|০৩|২০২৪