পুড়ছি আমি পুড়ছি সারাবেলা
এভাবে অহেতুক হারামি মানুষের জন্য
রোজ রোজ জ্বলন তবুও আগমন
করেছি গ্রহন বন্ধিত্ব অর্থকড়ির জন্য।
ভাবনা সারাবেলা চুপিসারে বিধাতার খেলা
আমি কি বুঝি,তবু জীবন ধারণের নিমিত্তে
সহ্য করা রোজ রোজ,দরকার রোজগার
চুপচাপ বিধাতা,তবে ছুটছি কিসের সত্ত্বে।
এভাবে শোষন সহ্য করা দায়ভার
তবু সিস্টেম আটকে রাখে সারাবেলা
হয়তো আসবে সময় শোষণের হবে অবসান
এই প্রত্যাশায় চুপিসারে রোজ রোজ পথচলা।
২২.০৬.২০১৩