ওগো মুসলিম
ওগো আদম সন্তান
মসজিদে ছুটে চলো
শুনিলে আযান।

ওগো ভাই বন্ধু সখা
পড় কোরআন
জ্ঞান বৃদ্ধি পাবে তোমার
বুঝবে কোথায় খাঁটি ঈমান।

ঈমানদার হইলে তুমি
হইলে খাঁটি মুসলমান
ইহকাল-পরকালে হবে
সব দুঃখ অবসান।

ছুটে এসো সবে
মসজিদ পানে
নামাযে দাঁড়াও ভাই
জীবনের প্রয়োজনে।
১৭.১১.২০০৯