আঁধার জীবন আঁধার বিভাবরী
নিকষ কালো ঘুটঘুটে চারদিক
আলেয়ার দেখা মেলে না হেথা
আঁধারের রাজত্বে সবকিছু বেদিক।
আঁধারের জয়ধ্বনি আলো নিভু নিভু
কৃত্রিম আলোতে কৃত্রিম সুখের ভনিতায়
ছুটে চলে আদম সন্তান অবিরত হেথা
আস্থাহীনতায় একে-অপরে বিশ্বাস হারায়।
দিশাহীন-আশাহীন ছুটন্ত ভবিষ্যত
বল্গাহীন প্রত্যাশা-আঁধারে ঝাপসা চোখ
আলোকিত ধরায় আজ অন্ধকারের সাম্রাজ্য
ব্যথিত হৃদয় কেঁদে বলে যা হবার তাই হোক।
বলি,এই নয় সমাধান ওরে অলস অভাগা
করো সংগ্রাম-ওঠো জেগে-জাগাও তারুণ্য
ফের ধরো হাল-জ্বালাতে আলো আঁধার জমিনে
ভাবিয়া মরিয়া শেষে করি সংগ্রাম ছেড়ে কার্পণ্য।
০৬.০৯.২০১৩