ছোট ছোট হাত-পা,অবুঝ তারা
বোঝেনা অসহায় শিশু নগ্ন পৃথিবীর ছলনা।
নিয়তির খেলায় শিশু শ্রমিক হয়
যে হাতে থাকবে বই-খাতা ভরা
পেন্সিলে আঁকবে শিশু স্বদেশের পতাকা
সে হাতে তার হাতুরী-কোদাল ধরা।
অবুঝ শিশু জানে না ছলনা
বোঝেনা ক্লেদাক্ত সমাজের হীন রুপ
কারা কেঁড়ে খায় শিশুদের মুখের গ্রাস
জানে না শিশুরা হয়ে থাকে নিশ্চুপ।
ওগো অবুঝ শিশু তোমরা তো জানো না
তোমাদের অধিকার রক্ষায় সেমিনার হয়
তথাচ দেশের বুকে পরিবর্তন হয় না।
হে শ্রমিক শিশুদল জেগে ওঠো
সমাজের বুকে লাথি মেরে বলো ফের
বন্ধ করো সেমিনার বক্তৃতা তোমাদের
এবার নিশ্চিত করো ভবিষ্যত আমাদের।