এত মায়া দিতে পারে
আমাদের গ্রাম
ভাবলে আবেগে আঁখি ঝরে
সারাক্ষণ অবিরাম।

যেখানে যাই যেখানেই থাকি
হৃদয় খোঁজে কোমল মায়া
মোর গ্রামের বাঁকে বাঁকে রয়েছে
সবুজ গাছের শীতল ছায়া।

মোর গাঁয়ের নদীর কূলে
বসলে জুড়ায় প্রাণ
মনোরম শোভা কূল কূল রবে
তৃপ্তি আসে অফুরান।

আমার গ্রাম কত মধুর
ভালোবাসি গ্রামকে সতত
যেখানেই থাকি আমি ভাই
চোখে ভাসে গ্রাম অবিরত।
১৮.১১.২০০৯