প্রেম সুধায় মজেছে আমাদের তনু মন
হৃদয়ের বীণায় বাজে একই সুর সারাক্ষণ
প্রেমের তানে সৃষ্টি হয় মধুর গান
ধরাধামে প্রকাশিত হৃদয়ের কলতান।

যত আছে প্রেমের সারথি এসো সবে
আমরা বাজাবো প্রেমের গান মধুর রবে
সবাই মিলে ছড়াও ভালোবাসার ঐকতান তবে
প্রেমের জয়গান বাজুক যুগ যুগ ভবে।
০৮.০৬.২০০৭