সকাল থেকে রাত,আলো থেকে আঁধার
আলো হারালে জয় জয়কার অমানিশার।

রৌদ্রকরোজ্জ্বল আলো আশা জাগানিয়া ধরায়
ঘুটঘুটে আঁধার হতাশার,হৃদয়ে জাগে ভয়।

মানব সন্তান বিভাজনের খেয়ায় ভাসমান
আলোতে উদ্ভাসিত কেউ,কেউ আঁধারে ম্লান।

প্রাতে ইউনিফর্ম পরে স্কুলে ছোটে কোনো শিশু
কেউ কেউ ছোটে কারখানায়, এরা ও শিশু।

প্রাইভেট কারে আরামে ঘুমিয়ে কেউ যায়
আবার লোকাল বাসে ঝুলে ঝুলে কেউ যায়।

কেউ যায় পায়ে হেঁটে, কেউ যায় রিক্সায়
কেউ সুখী হয় আবার কেউ বা দুঃখী হয়।

কত পার্থক্য দিকে দিকে এ যেন আলো-আঁধার
কারো বুকে আনন্দ, কারো বুকে ব্যথার পাহাড়।

কেউ ঘুমায় আলিশান রুমে, কেউ বা বস্তিতে
কেউ শুয়ে থাকে স্টেশনে আবার কেউ বা ফুটপাতে।

কেউ খায় কোর্মা-পোলাও,পিজ্জা-পায়েস অবিরাম
মোটা ভাত জোগাতেই কেউ হয়ে যায় হাদারাম।

সবাই মানব সন্তান তবু পার্থক্য কত-শত
একদিন ঘুচবে ব্যবধান তার ইশারায় হয়ত।