ছিলাম যে আমি রাঘব বোয়াল
ধরা ছোঁয়ার বাইরে,
কেউ কিছু বলবে আমায়
এত সাহস নাইরে।

উচ্চৈঃস্বরে চলি আমি সর্বদা
মনে কত শান্তি পাইরে,
বিত্ত-বৈভব আমার মতো
আর যে কারো নাইরে।

সহসা সময় গেল পাল্টে
এ কি হলো হায়রে,
চারিদিকে আঁন্ধার দেখি যে
পালাবার পথ নাইরে।