বলার কি উপায় তুমি বলে দাও
আমি জানি না তাই চুপ করে রই
থাকলে চুপ কি করে হবে উপায়
থেকে চুপচাপ শুধু ব্যথিত হই।

কিভাবে যে বলবো ভালোবাসি
আমার তা তো জানা নাই
তুমি বলে দাও ওগো প্রিয়তমা
ভালোবাসি ভালোবাসি এ কথাটাই।

অব্যক্ত আমার বুকের দীর্ঘশ্বাস
না বলতে পারার নিঠুর যাতনা
ওগো প্রিয়তমা তুমি যদি টের পাও
অনুভূতিতে ঠাঁই দাও করোনা ছলনা।

বলতে পারি না আমি কিছুতেই হায়
ভালোবাসা বুকে নিয়ে চুপ করে রই
প্রিয়তমা তোমার খুব কাছেই আমি
দাও না মোরে সঙ্গোপনে হৃদয়ে ঠাঁই।
২২.০৬.২০১৩