কোনোদিন দেখিনি তোমায়
তবু মন খোঁজে হায়
এখানে-ওখানে চেনা-অচেনায়।

তুমি হৃদয় খুঁড়ে উঁকি দাও
আমার মনকে দোলা দিয়ে যাও
স্বপ্ন বাসর গড়ার হাতছানি দাও।

তোমাকে কভু দেখা যায় না
তবু মোর পিছু ছাড় না
এভাবে বুকে দাও যাতনা।

তোমাকে আমি কভু দেখিনি
তুমি ই আমার স্বপ্নচারিনী
কবে দেখা হবে হৃদয় রানী।
সেপ্টেম্বর,২০১২