যে ভালোবাসে আমারে
আমি বুঝি না তাহারে
আমি যারে ভালোবাসি
সে বোঝে না আমারে।
ভালোবাসার এ সংসারে
মন ভরে না কারো যে
চাওয়া-পাওয়া ভিন্ন পথে
অতৃপ্ত সবে সকাল-সাঝে।
মানুষের জীবন ছুটছে সারাক্ষণ
তোমার আমার চাওয়া অকারণ
যা চাইবে তা তো হারাবেই
ধরা দেবে, না চাওয়া অনুক্ষণ।
ভালোবাসা মিছে আশা তবু
টেনে নিয়ে যাবে তোমারে
ব্যর্থ হবে ,তবু যা পাও ভবে
তা নিয়েই সুখি করো নিজেরে।
২৫/০৪/২০১৫