কি যে জ্বালা ভিতরে বাইরে
পারি না কিছুতে তাড়াতে দূরে
অদ্ভুত খেলাঘর কান্না হাসি
আপনাতে ই হৃদয় পরলো ফাঁসি
জানি না জানি না বুঝিনা কিছু
রোজ ছুটি শূণ‌্যতার পিছু পিছু।

কিছু কি বোঝা যায় তার আর
খুঁজি ব‌্যথা লুকানোর পারাবার
অসীমে শূণ‌্যতায় শূণ‌্যতা
সবশেষে থাকে শুধু ব‌্যর্থতা
কি যে জ্বালা বুকের জমিনে
পথ চলা রোজ পরাজয় মেনে।

এইভাবে দীর্ঘশ্বাসের আলিঙ্গনে
চুপচাপ দাঁড়িয়ে সম্মুখে রণাঙ্গনে
জীবন সংগ্রামের শত দায়ভার
হায় হায় চারিদিকে শুধু হাহাকার
তবু ফের নবরুপে বাঁচবার আশা
মিছে ই স্বপ্নবোনা অচিন প্রত‌্যাশা।
মে-আগস্ট,২০১২