তোমায় কত কত ভালোবাসি
বোঝাতে পারি নাই যে আমি তা
ওগো প্রাণ বঁধুয়া তুমিও তো
বুঝে নিতে পারোনি সে কথা।

বারে বারে হৃদয় দুয়ারে মোর
হানা দাও তুমি ওগো মনচোর
হৃদয়ের গভীরে বাঁধা যে তুমি
তুমি ছাড়া দেখি চোখে ঘনঘোর।

ব্যথাটুকু মুছে যায় তোমার স্পর্শে
সারাক্ষণ থাকো যেন আমার পাশে
জড়িয়ে রেখ তোমার ভালোবাসায়
ভুল বুঝনা তুমি কোনো অবকাশে।

কত যতনে কত যে ভালোবাসি
বোঝাতে পারিনা কিছুতেই হায়
তুমি বুঝে নিও তা নিজের মায়ায়
বেঁধে রেখ আমায় ভালোবাসায়।
২২|০৮|২০২২