ইসলামের ঐ ছায়াতলে
এসো মানুষ দলে দলে
মুক্তি যদি চাও
ইসলাম মেনে নাও।
ইসলাম রবির আলো
ঘুচাবে মনের কালো
ভুল পথে মানুষ যায়
ইসলাম ই আলো দেখায়।
ইসলাম হলো নূরের ছবি
আনিলেন ভবে নূরের নবী
পথ দেখালেন নবীজী আমার
ভুল পথে হেঁটো না আর।
ইসলাম হলো আল্লাহ্ র রহমত
ছেড়ে দাও ভাই ভুল পথ
ঐ দেখ ডাকে তোমায় ইসলাম
মন দিয়ে পড় আল্লাহ্ র কালাম।
ইসলামের ঐ রশনিতে
চাই আমি মন রাঙাতে
গুনাহ্ যেন না করি আর
দয়া যেন পাই আল্লাহ্ র।
২৬.০২.২০০৫