কালুর মামা ভোলা
বলে বেড়ায় পাড়া
নামে কি হয় ভায়া
আমায় দেখে বাঘ-ভালুক
সবাই পথহারা,ওরা ভয় পায়
আমার ছায়া।

ভোলা মিয়া ইয়া মোটা
পথ চলে সে চটাং চটাং
সেদিন রাতে উঠল ডেকে কুকুর ছানা
ডাক শুনেই দিল সে চিৎপটাং।

ভোর বেলায় এসে দেখে কালু
রাস্তায় শুয়ে আছে তার ভোলা মামু
কালু বলে,কোথায় বাহাদুরি মামু?
ভোলা বলে,আমি এখন হাসপাতাল যামু।
২৮.০৪.২০০২