শঙ্খ‌চিল উ‌ড়ে গেল স্বপ্ন নি‌য়ে
আ‌মি জল‌ধি‌তে ভে‌সে ভে‌সে তা‌কি‌য়ে
ডু‌বে যাব কিনারা পাব জা‌নিনা স্বপ্ন হা‌রি‌য়ে।
২৭/১/১৯