আমার আল্লাহ্ মালিক,গাফুরুর রহীম
আমার নবী মুহাম্মদ(সাঃ),সর্বশ্রেষ্ঠ মানব
যারা নবীজীকে করতে চায় অপমানিত
তারাই ধ্বংস হবে,হবে অপদস্ত,হবে ভূলুন্ঠিত
হে দুনিয়ার মানুষ যদি বা না-ই করো বিচার
তবে জেনে রেখ,তৈরি থেক,পাবে না রেহাই
তৈরি রেখেছেন কঠোর শাস্তি আল্লাহ্ আমার।

রে মুসলিম জাহান সবে করো প্রতিবাদ
গর্জে ওঠো ফের আবার ঈমানি শক্তিতে
কাঁধে কাঁধ মিলিয়ে করো প্রতিবাদ,প্রতিরোধ
আমাদের রাসূল আমাদের ভালোবাসা-সম্মান
আর নয় চুপ ওগো মুসলিম ভাই দাও জবাব
সহ‌্য করবো না আমরা প্রিয় নবীর অসম্মান
বিধর্মীর নির্লজ্জতা সইবো না কিছুতেই আর।

এসো মুসলিম ভাই সবে মিলে করি প্রার্থনা
ইয়া আল্লাহ্ হেদায়েত দাও এদের অথবা শাস্তি
ধ্বংস হোক নরপশু নাকুলা বাসেলি(সাম বাসেলি)
আরো আছে যত জন যত সহচর ঐ পিশাচের
ঠাঁই হোক এদের জাহান্নামের সর্ব নিম্ন স্তরে
এই আমাদের প্রার্থনা আমাদের চাওয়া-পাওয়া
আমাদের নবী মুহাম্মদ(সাঃ) সম্মানিত,প্রশংসিত
আমরা গুনাহ্গার উম্মত,ক্ষমাপ্রার্থী-দাস আল্লাহ্’র।
সেপ্টেম্বর,২০১২