তোমার স্বপ্নের পাখিরা উড়ে গেল
সুদূরে বহুদূ‌রে হারিয়ে গেল
তোমার মন ভেঙ্গে গেল
আঁখিকোণে জমলো দু'ফোঁটা জল।

স্বপ্ন হারানো বেদনার টানে
বিরহের গানে গানে
যে ব্যথা তোমার প্রাণে
ভাবছ এ বুঝি মিছেই ছল।

না গো না কেঁদ না আর
সুখের পাখিরা ফিরবে আবার
রঙিন হবে দিনগুলো তোমার
মুছে ফেল এবার ঐ আঁখি জল।

দেখ রাত শেষে ভোরের আলো
ফিরে আসে মুছে দিয়ে কালো
আশায় বুক বাঁধ হবেই ভালো
মুছে ফেল নয়ন জল টলমল।
০৪|০৭|২০২২