আমি যারে চাই
সেও মোরে চায়
তবু পৃথিবীর পরে
সে অন্যের হয়।
ভালোবাসা এমন ই
বিষাদের পারাবার
একবার ডুবে গেলে আর
থাকে না সাহস দাঁড়াবার।
দুটি পাখি কেঁদে মরে
অচেনা দুটি ডালে
যদিও থাকার কথা
দু’জনার এক ডালে।
ভালোবাসা এভাবেই
ঠাঁই নেয় দুই প্রান্তে
জোড়া লাগে না সহজে
জীবন কাটে দুঃখ তে।
২২.১২.২০০৯