দলে দলে ছুটে এসো ভাই
ইসলামের পতাকা তলে
ইহকালে শান্তি পরকালে মুক্তি
পাবে যে সদা সকলে।
ইসলাম মেনে জীবন সাজালে
হবে শান্তি পাবে তৃপ্তি
জেনে রেখ ইসলাম খাঁটি পথ
এক মনে করো ভক্তি।
কুরআন পড়লে হাদিস পড়লে
জানতে পারবে সত্য
ইসলাম ছা্ড়া সত্য পথ
আর কোথাও নাই তো।
তবে কেন ওগো ভাই
থাকো এতো দূরে সরে
ইসলামকে আপন করে তুমি
রাখো বুকেতে আঁকড়ে।