এটা সত্য, ইসলাম শ্রেষ্ঠ
বুকে রাখতে হবে বিশ্বাস তোমাকে
আল্লাহ সকলের জন্য দ্বীন নির্বাচন করেছেন
ভাবলে এ কথা মিথ্যা, তোমাকে অবশ্যই ধ্বংস হতে হবে।
আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই
সকলের জন্য শেষ নবী মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) ভবে
বিশ্বাস করতে হবে এবং ইসলামী অনুশাসন মানতে হবে
যদি তুমি বিশ্বাস করতে না পারো, তবে তুমি ভুলেই রবে।
সত্য অনুসন্ধান করো, পবিত্র কোরআন পড়
প্রতিটি শব্দ আলো, প্রকাশিত আলোকধারা
তোমার জীবনের জন্য এই আলো দরকার
নিজেকে বাঁচাতে চাইলে পথ নাই ইসলাম ছাড়া।
ইসলাম সবার জন্য সঠিক পথ
ওহ মানুষ! গ্রহণ করো ইসলামিক দাওয়াত
সবকিছু ছেড়ে, আজ ইসলামকে বিশ্বাস করো
ইসলামের পথে চললে মিলবে শান্তির পথ।
ফেব্রুয়ারী, ২০১২