আলো নিভে গেল
পথিক পথ হারালো
কোথা যাবে সে অন্ধকারে
কোথা যাবে সে বলো।

আলো নিভে গেল
চারিদিক আঁধার হলো
কিভাবে পথ খুঁজে পাবে
কোথা যাবে পথিক বলো।

আলো নিভে গেল
পথিক দিক্হারা হলো
কে দেবে পথের দিশা
কে খুলবে দুয়ার বলো।

আলো নিভে গেল
কেউ না পথিকের হলো
আঁধারের বুকে নিলো ঠাঁই
পথিক অচেনায় পথ চলল।
৩১.০৮.২০১৩