কিছু ভুলের সমষ্টি
কিছু দীর্ঘশ্বাস
পাওয়া না পাওয়ার
বেদনার হা হুতাশ
জীবনের বাঁকে বাঁকে।
কুয়াশার চাদরে ঢাকা
কিছু অভিমান
লুকানো বেদনার প্রতিচ্ছবি
কত কত মান অভিমান
আজো নীরবে বেদনার ছবি আঁকে
জীবনের বাঁকে বাঁকে।
ভুলে ভুলে অভিমুখে
সুখে আর দুখে
বয়ে চলা হয়ে রুপান্তর
সঙ্গী হাহাকার-দীর্ঘশ্বাস বুকে
নীরবে কেঁদে কেঁদে ধুঁকে ধুঁকে
সম্মুখে অবগাহন জীবনের বাঁকে বাঁকে
রোজ রোজ নবীন স্বপ্ন এঁকে এঁকে।
১০.১০.২০১৫