জোড়াতালি দেয়া খাপছাড়া কবিতায়
অনেক দুঃখ কষ্টে যা বলা যায়
তার ই নাম হোক আমার স্বপ্ন
তাতেই হোক সহস্র জন মগ্ন।

ভাঙ্গা গড়ার খেলা জীবন জুড়ে
এরই মাঝে যাচ্ছি রোজ স্বপ্ন গড়ে
বেখাপ্পা সময়ে তালে বে তালে
শোনাচ্ছি আশার বানী পলে পলে।

এগিয়ে যাচ্ছে রোজ অগোছালো ভাবেই
ছুটে চলো ,পাবে জীবনের মানে তবেই
পাখিদের মতো,সময়ের মতো চলো
অসময় হোক, সত্যের পথে চলো।

বলছি আমি,গাইছি আমি এভাবে রোজ
অর্থকড়ি নাই তাই দিতে পারি না খোঁজ
তবু আমি চলছি অমানিশায় আলোর খোঁজে
সময় ফুরিয়ে যায় স্বপ্ন বোনার কাজে।
০২.০১.২০১০