দু‌নিয়ার এই বাহ‌াদুরি কত দি‌নের
ম‌রে যে‌তে হ‌বে যে ও‌রে ও ভাই
আজ ঠকা‌লে কাল হি‌সেব দি‌তে হ‌বে
‌নি‌জে‌রে সং‌শোধন ক‌রে নেয়া চাই।

ধরায় শুরু থে‌কে আজ তক
অমর হ‌তে পারে‌নি কেউ ভাই
কি অাশায় তোমার জা‌ড়িজু‌ড়ি
‌কেন ত‌বে বাহদুু‌রি এত অযথাই।

ধরায় দু'‌সে‌কে‌ন্ডের জীবন পে‌য়ে
আপনার জিত্ তু‌মি বু‌ঝে নি‌লে
পরোয়া কর‌লে না কাউ‌কেই  ভাই
‌ভে‌বে দেখ‌ কি হ‌বে সময় ফুরা‌লে।

সময় তোমার ফু‌রি‌য়ে যা‌বে যা‌বেই
দু‌নিয়ায় স্থায়ী কিছুই যে না হ‌বে
থাক‌তে সময় নি‌জে‌রে বাঁচাও ত‌বে
সৎ কর্ম ছাড়া ব‌লো কি আর র‌বে।

সময় থাক‌তে এবার ক‌রো সং‌শোধন
‌নি‌জের ভুলগু‌লো শুধ‌রে নাও ত‌বে
ঠকাইও না তু‌মি কো‌নো দুর্বলজ‌নে
ক‌রো সৎ কাজ যা চিরকাল ই র‌বে।

দু‌নিয়ার বাহ‌াদু‌রি বে‌শি‌দি‌নের নয়
ম‌রে যে‌তে হ‌বে যে ও‌রে ও ভাই
‌চি‌নে আল্লাহ্ রাসুল ক‌রো তওবাহ্
সময় থাক‌তে হু‌সিয়ার হওয়া চাই।
১৬/১১/২০১৭