যারা এসেছিল এখানে এ সুখের প্রান্তে
খেলেছিল জীবনভর লুকোচুরির খেলা
আচমকা কি বেদনায় হাল ছাড়লো সবে
সুখের রাস্তা পেয়েও করলো এত অবহেলা
জানা গেল না কিছু আর হয়তো অজানাই রবে
তাদের সবটুকু ব্যথা থাকবে আমার অজান্তে।
যারা এসেছিল এখানে সহস্র আশা নিয়ে
ধরবে হাল গড়বে জীবন, মধুময় জীবন
তারা কেন বিনা নোটিশে সহসাই হারালো
তাদের মনের আকুতি কি ছিল প্রতিক্ষণ
কিছুই না বলে এভাবে সবাই চলে গেল
তাদের হৃদয়ের ভাষা সামান্য বুঝতে না দিয়ে।
আমিও এসেছিলাম এখানে সবার সঙ্গে
এ ধূলি আর ধোঁয়ার রাস্তা পেরিয়ে
ঝার বাতিতে ঝলমল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে
আমিও বসতাম রোজ স্বপ্নের পসরা সাজিয়ে
সহসা মন দিলো টান হলাম উচাটন
আমিও হারালাম-পা রাখলাম অচেনার পথে।