আমি খুব ভীতু,ছাপোষা কেরানী
চিৎকার করে বলতে পারিনি
তোমাকে যে চাই, শুধু তোমাকেই
চলে গেলে তাই,বোঝাতে পারিনি।
আমি খুব ভীতু,সাহসী হইনি
সকলের পাশে দাঁড়াতে পারিনি
জনতার তরে কিছুই ভাবিনি
একাকী ভুবনে শুধু হার মানি।
আমি খুব ভীতু,বে-হিসেবী জানি
থেকে থেকে টানি জীবনের ঘানি
পরের কল্যাণে সামনে যাইনি
মুখ লুকিয়েছি আঘাত নেইনি।
আমি খুব ভীতু,দাঁড়াতে পারিনি
মানুষের তরে সংগ্রাম করিনি
গড়েছি কেরানী জীবন কাহিনী
আমি পরাজিত কিছুই করিনি।
০৯|১২|২০২৩