এই  চলার প‌থে আ‌মি কত যুগ ধ‌রে হেঁ‌টে‌ছি
সময় আমা‌কে পুরা‌নো ক‌রে দি‌য়েছে
আ‌মি স্বপ্ন নি‌য়ে আট‌কে গে‌ছি বারবার
হা‌রি‌য়ে গি‌য়ে‌ছে সব‌কিছু শুধু প‌ড়ে আ‌ছে ভা‌লোবাসা।

হাঁট‌তে হাঁট‌তে প‌থে কতবার হোঁচট খে‌য়ে‌ছি
আ‌মি ভূলু‌ন্ঠিত হ‌য়ে‌ছি বারবার
তবু উ‌ঠে দাঁড়ি‌য়ে‌ছি ফের আবার
বু‌কে ছিল প্রত্যয়,সংশয় ভাঙ্গার দৃঢ় চিত্ত
আমি টি‌কে র‌য়ে‌ছি ভে‌ঙ্গে ফে‌লে সব হতাশা।

আ‌মি যুগ যুগ ধ‌রে ব্যথা নি‌য়ে হৃদয় মা‌ঝে
একা‌কি গোপ‌নে নীর‌বে কেঁ‌দে‌ছি বহুবার
পু‌ড়ে পু‌ড়ে আপনা‌তে পরা‌জিত হ‌য়ে‌ছি শতবার
কত যুগ যুগান্তর ধ‌রে আ‌মি হ‌য়ে‌ছি অঙ্গার
তবু ভে‌ঙ্গে পরা এই  আ‌মি পথ চ‌লে‌ছি নি‌য়ে আশা।

চল‌তে চল‌তে আ‌মি ভে‌ঙ্গেচূ‌ড়ে হ‌য়ে‌ছি চুরমার
‌সম‌য়ের স্রো‌তে ভে‌সে ভে‌সে হেঁ‌টে‌ছি যুগান্ত‌রের পথ
আ‌মি ক্লান্ত হ‌য়ে‌ছি বারবার তবু থা‌মে‌নি মোর রথ
আ‌মি যুগ যুগ ধ‌রে পথ চ‌লে‌ছি কা‌লের খেয়ায়
আমার বু‌কে প্রত্যয় সংগ্রা‌মি আ‌মি আ‌ছে প্রত্যাশা।
৩০/০৯/২০২০