পথ একটাই ইসলাম
সব ছেড়ে জপ আল্লাহ্ র নাম
কাজে লাগবে না কোনো জাড়িজুড়ি
শেষ হবে সব বাহাদুরি
সময় থাকতে ঠিক পথ ধরো
একত্ববাদ মেনে ইসলাম কবুল করো।
ইসলাম শান্তির পথ দেখায়
জীবনকে করে তোলে মধুময়
ইসলাম ছাড়া নাই হায়
মুক্তির কোনো উপায়
আল্লাহ্ রাসূল মেনে তুমি ভাই
ইসলামে এসো,আর কোনো পথ যে নাই।
১৮.১১.২০০৯