আমার অব্যক্ত কথাগুলো
ভাষাগুলো বোঝাতে পারিনা
তাই তারা মেঘ হয়ে আকাশে
উড়ে যায়।
কিঞ্চিত অব্যবহিত পরে তারা
বৃষ্টি হয়ে ঝরে পরে জমিনের বুকে
বিষাদ ছড়িয়ে তারা দিকে দিকে
সহসা মলিন হয়।
তোমাকেও বোঝাতে পারিনা
তাই ভালোবাসা জমে ওঠেনা
কেমন যেন সীমানা মনে হয়
অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে রয়।
২৪|০৪|২০২৪