বাংলার মাঠ-ঘাট
খোলা প্রান্তরে,
অগ্রগামী দুজন রয়েছেন
সকলের অন্তরে।

রবীন্দ্রনাথ একজন
অন্যজন কবি নজরুল,
মৌলবাদী চক্র যার তরে
ফুটিয়ে ছিল হুল।

অগ্রপথিক ছিলেন তারা
সাম্যে ও বিদ্রোহে একজন,
প্রেম-সুধা পান করি যার
তিনি রবীন্দ্রনাথ সুজন।

দিলেন যারা উজাড় করে
বাংলা সাহিত্য ভান্ডারে,
জানাই আমি শত প্রণাম
তাদের -ই তরে।