মূর্খ বলা যেতে পারে তারে
ধ্বংস হবে সে শ্রীঘ্রই আহারে
মুহাম্মদ(সাঃ) এর শান মান না জেনে
যারা কথা বলে এখানে সেখানে।
তিনি তো হলেন আলোক ধারা
চিনতে বুঝতে পেরেছে যারা
আলোকিত হয়েছে জীবনে তারা
গড়েছে মধুময় জীবন ধারা।
তিনি হুকুম পেয়ে আল্লাহ্ র
মুছে দিয়েছেন জগতের আঁধার
সত্য সুন্দর চিনেছে মানুষ
রয়েছে যাদের এতটুকু হুস।
তিনি চরিত্রে ছিলেন সবার উত্তম
বুঝবে কি করে ঐ সব নগন্য অধম
জাগতিক চাহিদায় করেননি কিছু
তবু লেগে রয়েছে মূর্খ রা তার পিছু।
যত আহাম্মক রয়েছে এই ধরায়
দ্বীনের নবীজীকে নিয়ে কুৎসা রটায়
ওরা জ্ঞানে মানে পুরোটাই কুৎসিত
ধ্বংস হয়ে যাবে শীঘ্রই সুনিশ্চিত।
২৭|০৬|২০২২