বুকের মাঝে ওঠে ঝড় ভীষণ ঝড়
হৃদয় মাঝার হয়ে যায় তোলপাড়
যবে তুমি ফুল মালা নিয়ে এসে
আবার গেলে ফিরে নিজ পারাবার।
আমার হৃদপিন্ডে স্পর্শ দিয়ে তুমি
আলতো ছোঁয়ায় আমায় বন্ধি করে
গেলে হারিয়ে ঐ সুদূরে অচেনায়
রেখে গেলে বিরহ কান্না আমার তরে।
যে মায়াজাল বিছায়ে গিয়াছ তুমি
তার থেকে মুক্তি পাই নি আমি
বন্ধি আজও হৃদয় সেই চারদেয়ালে
অশান্ত ঝড়ো হাওয়ায় ডুবেছি আমি।
এ কি ঝড় বইয়ে দিয়ে গেলে হায়
কিছুতেই সুখ ছোঁয়া পায় না হৃদয়
এ কি তবে ভালোবাসার নিঠুর ঝড়
থেকে থেকে ভাসায় ডুবায় আমায়।
তুমি এলে হৃদয়ে দোলা দিলে প্রিয়া
ভালোবাসার মায়ায় আমাকে বাঁধিয়া
চলে গেলে দূরে বুকেতে ব্যথা দিয়া
হৃদয়ের এ ঝড় থামাবো কেমন করিয়া।
১৬.০৩.২০১৯