আমার হৃদয়ের আঙ্গিনায়
তোমাকে খুঁজে পাই না আর
কোথায় হারালে বলো তুমি
খুঁজে কি পাবো দেখা তোমার।

তবে কি আর দেখা পাবো না
আলোকিত হবে না জীবন
অন্ধকারের ঘোর অমানিশা
করবে জীবন জুড়ে বিচরণ।

তবে কেন এভাবেই এলে
দিবা যামী শত স্বপ্ন দেখালে
হৃদয়ে মায়ার জাল বিছালে
আবার দূরেতে হারিয়ে গেলে।

আশা জাগানিয়া বন্ধু আমার
ভেঙ্গে দিলে স্বপ্নের পারাবার
আজ তুমি কোথা বৈঠা চালাও
আমি খুঁজি কিনারা দাঁড়াবার।
২১|১২|২০২১