ব্যস্ত নগরীতে আজ দু’দিন পর
আকাশে মেঘের ঘনঘটা কেটে
উঠেছে রৌদ্র,দুপুরের খররৌদ্র তাপে
পুড়ছিল সকলের দেহ। তবুও চলছিল
ঠিকমতো সবকিছু। কিন্তু হঠাৎ -
শব্দসীমা ছাড়িয়ে উঠল ফুটে বোমা,
আতঙ্কে সবাই ছোটাছুটিতে ব্যস্ত
না ! কোনো গল্প নয় এটা বাস্তবতা।

বন্ধ কেন আজ ট্রাক-বাস ?
বিনা নোটিশে সহসাই হোল ছুটি।
জীবন থেমে গেল কেন আজ ?
কারণ চলছে হরদম হরতাল
না ! এটা ও গল্প নয়-বাস্তবতা।

আকাশে আজ বারুদের গন্ধ-বুলেটের শব্দ
কদম আলী খুন। গগন বিদারী চিৎকার জননীর।
শহরের অন্য প্রান্তে লাশ হোল সখিনা
কারণ পণ রক্ষা করেনি তার পিতা
আব্দুল মমিন। এটা ও বাস্তবতা।

অবশেষে দশ বছরের শিশু জরিনা
ধর্ষিতা হয়ে একেবারেই নির্বাক।
না ! এর কোনোটাই গল্প নয়,
বিষাদের নগরে হিঃস্র সমাজে
এগুলো ই জীবনের চরম বাস্তবতা।