মুহাম্মদ(সঃ) নাম শুনিলে ভাই
হৃদয় আমার ব্যাকুল হয়
তার প্রেমেতে মসগুল হই
দিওয়ানা আমার তৃষিত হৃদয়।
ঐ নামের ই মধুতে ভাই
তৃষিত হৃদয় তৃপ্ত হয়
ঐ নামের ই ধ্যানেতে ভাই
আঁধার রজনী ভোর হয়।
ঐ নামের ই খুশবুতে ভাই
রঙিন হলো আকাশ বাতাস
তৃষিত যত ব্যাকুল প্রাণ
ঐ নামের গুনেই মিটায় আশ।
মুহাম্মদ(সঃ) নাম রওশন যে ভাই
তার আলোতেই পথ খুঁজে পায়
শত পথিক,ফকির-দরবেশ-
তুমিও খোঁজ-যদি হৃদয় মুক্তি চায়।
০৭.০৯.২০১৩