যে যাই বলুক,যত সমালোচনা হোক
ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে
তাজা রক্ত ঝরিয়ে,এই ইতিহাস গড়া
এই বিজয় গাঁথার নাম বাংলাদেশ
বিশ্ব স্যালুট জানায় আজো দাঁড়িয়ে।

রক্ত নদীর নাম
ইজ্জত হারানোর দাম
আপামর বাঙালির সংগ্রাম
বাংলাদেশ, কারো অবহেলার নয়
বিশ্ব স্যালুট জানায় আজো দাঁড়িয়ে।

বাংলাদেশ,স্বাধীনতার বিজয় সংগ্রাম
মুক্তিযুদ্ধ,এই রক্তিম ইতিহাস কভু
মলিন হবে না,আসুক ষড়যন্ত্র ছলনা
ইতিহাস মুছে দেবে না এই বিজয় গাঁথা
বিশ্ব স্যালুট জানাবে আজীবন দাঁড়িয়ে।
২১|১১|২০২২