উড়ে গেছে যে পাখি
কি হবে আর সযতনে
হৃদয়ে তারে রাখি।
খুঁজে পেয়েছে যে নীড়
কেন তার তরে অস্থির
পোড়া মন কেন খোঁজে না
নূতন কোনো সুখ নীড়।
উড়ে গেছে যে পাখি
অবলীলায় আপনার মনে
কি হবে তারে একাকী ডাকি।
ভুলে যেতে পারে না মন
কেন তারে অকারণ
যে হারায়েছে সুদূরে-নীরবে
আজিও তারে কেন খোঁজে মন।