ক্ষুধার দুনিয়ায় আদম সন্তান ক্ষুধার্ত
কারো ক্ষুধা জ্ঞানের, খোঁজে সতত জ্ঞান
কারো বাড়ে বাড়ি এক দুই তিন চার
কারো ক্ষুধা অর্থের অযাচিত চাই।
হরেক রকম ক্ষুধা আছে পৃথিবীতে
ক্ষুধা পূরণের আশায় সবাই ছোটে
কারো ক্ষুধা নারীর, একের অধিক চাই।
নিষ্পাপ মেয়েদেরকে কারা বেশ্যা বানায়
মুখোশের আড়ালে চলে কত সন্মানিত
ঐ সব সন্মানিতদের টুঁটি চেপে ধরো
নিশীথে তারাই নারীদের করে তোলে পণ্য
ঐসব ভন্ড ক্ষুধার্তদের অবসান চাই।
ন্যায়ে-অন্যায়ে সবে মিলে মিটায় ক্ষুধা
হাজার খেয়েও কেউ কেউ করে খাবার বায়না
আবার অভুক্তজন শুধু ক্ষুধার্ত ই যে রয়
অভুক্ত’র ক্ষুধা মিটুক,এখন শুধু এটাই চাই।