কিভাবে আজীবনের হবো বলো
জানা-শোনাই তো হলো না
বন্ধুত্ব,কিছু সময়ের অনুভূতি
মূলতঃ মানুষ একা জানো না।

চেন কি তুমি মোরে অচেনা
লুকোচুরি ভালো লাগে না আর
চারিদিকে নিকষ কালো অন্ধকার
ঝাপসা আলো পথ পাবে কি আর।

এভাবে দূর থেকে হাতছানি দিয়ে
ডেক না আমারে তুমি ব‌্যথা লাগে
ওগো অচেনা পারো যদি ধরা দাও
তোমার ছোঁয়ায় হৃদয় উঠবে জেগে।

অচেনা,লুকোচুরি খেলা আর খেল না
সুদূরে বসে মায়াবী হাসি হেস না
এসো কাছে করো মিতালী আজীবনের
এভাবে তো আর ভালো লাগে না।
২২.০৬.২০১৩